Latest Trending Online News Portal : Bongobani.com

Sports News District News National News Updates

খেলা

বক্সার ডিংকো সিং এর জীবনাবসান, শোকাহত শাহিদ কাপুর

বঙ্গবাণী ব্যুরো নিউজ: বক্সার ডিংকো সিং এর বায়োপিক করবেন শাহিদ কাপুর। বহুদিন ধরে ক্যান্সারে ভুগে ১০ই জুন বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন বক্সার ডিংকো সিং। বক্সার ডিংকো সিং এর জীবন নিয়ে বায়োপিক তৈরি করার জন্য শাহিদ কাপুর সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন। মৃত্যুকালে ওই বক্সারের বয়স হয়েছিল ৪২। ২০১৯ সালে শাহিদ কাপুর একটি স্থানীয় দৈনিকে ডিংকো সিং এর বায়োপিক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

শাহিদ কাপুর লিখেছেন “পদ্মশ্রী বিজয়ী অন্যতম সেরা বক্সিং খেলোয়াড় ছিলেন ডিংকো সিং। এমন একটি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যিনি আমাদের জাতির গৌরব, তিনি সর্বদা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থেকে যাবেন। আমি তাঁর প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তার আত্মা যেন শান্তিতে থাকে।” রাধাকৃষ্ণ মেননের ডিরেকশনে এই বায়োপিক তৈরি হবার কথা ছিল। কিন্তু তাঁর বেঁচে থাকাকালীন বায়োপিকটি তৈরি করতে না পেরে খুবই দুঃখিত রাজা কৃষ্ণ মেনন। তিনি বলেছেন “এটি দুর্ভাগ্যজনক এবং ভয়ানক। এটি একটি ধাক্কা হিসেবে এসেছে। তিনি অসুস্থ ছিলেন জানলেও এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটবে ভাবতেও পারিনি। তিনি একজন দুর্দান্ত মানুষ এবং একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। এটি দুর্ভাগ্যজনক যে তিনি ছবিটি দেখার আগে আমরা ছবিটি তৈরি করতে পারিনি।” মেনন আরও বলেছেন “ছবি তৈরীর কাজটা আটকে গেল, তবে দেখা যাক কি হয়। ডিংকো সিং চেয়েছিলেন ছবিটি তৈরি হোক যাতে সাধারণ মানুষ অনুপ্রেরণা পায়। তিনি খুবই বাস্তববাদী ব্যক্তি ছিলেন।” ডিংকো সিং একজন অসাধারণ ব্যক্তিত্বের নাম, যিনি ১৯৯৮ এর এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এবং ঐ একই বছরে অর্জুন পুরস্কারও পেয়েছিলেন। ২০১৩ সালে তিনি বক্সিং এর জন্য পদ্মশ্রী পুরস্কার পান। বেশ কয়েক বছর ইন্ডিয়ান নেভি বা নৌবাহিনীতে চাকরিও করেছিলেন তিনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *