Latest Trending Online News Portal : Bongobani.com

Sports News District News National News Updates

জেলা

মাত্র ১৮ দিনের শিশু হারিয়ে দিল করোনাকে

বঙ্গবাণী ব্যুরো নিউজ :মাত্র ১৮ দিনের শিশু টানা ১০ দিন ভেন্টিলেশনে লড়াই করে জয় করল করোনাকে। এই লড়াইয়ের সাক্ষী থাকলো বর্ধমান মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ নবগ্রামের শিশুটিকে বীরভূমের রামপুরহাট হাসপাতাল থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে।

নিউরো সমস্যা থাকায় শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালের শিশু বিভাগে। তারপর থেকে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয় । তিন দিন পর করা হয় তার কোভিড টেস্ট। যেখানে দেখা যায় সে কোভিড পজিটিভ। তারপর থেকেই শুরু হয় তার লড়াই। যেখানে তার সাথে সবসময় থেকেছে হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। ধীরে ধীরে তার শারীরিক অবনতি শুরু হয় । ফুসফুস ও হৃৎপিণ্ড সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাকে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশন সাপোর্টে। টানা ১০ দিন চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের আপ্রাণ চেষ্টায় এবং শিশুটির লড়াইয়ের জোরে গত ৬ মে তার রিপোর্ট নেগেটিভ আসে ।

কিন্তু এখনো তাকে শিশু বিভাগে ভর্তি রাখা হয়েছে। কারণ এরপর শুরু হবে তার নিউরো সমস্যার চিকিৎসা। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, শিশুরা কোভিড জয় করেছে এমন ঘটনা আগে ও দেখা গেছে। কিন্তু এত ছোট শিশু এবং এরকম জটিল অবস্থা থেকে সুস্থ হয়ে আসা এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। শিশুটি এখন সুস্থ ।এরপর শিশুটির নিউরো সমস্যার চিকিৎসা শুরু হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *